জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২২
১২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
১২:৩৬ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউপির সভায় সামসুজ্জামান সেলিম প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়েছেন ৷
ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর চেয়ারম্যান ও সদস্যারা শপথের মাধ্যমে তাদের দায়িত্ব গ্রহন করেন ৷ ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল রাখতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে হয়। কোনো কারণে ইউপি চেয়ারম্যান কর্মস্থল থেকে বাইরে অবস্থান করলে পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন প্যানেল চেয়ারম্যান ৷
সেজন্য সোমবার (১৩ ফেব্রুয়ারি) সব ইউপি সদস্যদের মধ্যে হতে মতামতের ভিত্তিত্বে ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য সামসুজ্জামান সেলিমকে কে চারিকাটা ইউপির প্যানেল চেয়ারম্যান মনোনিত করা হয়।
চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম বলেন, নীতিমালা মোতাবেক ইউপির কার্যক্রম গতিশীল রাখতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে হয় ৷ সেই মোতাবেক সব সদস্যদের উপস্থিতিতে সামসুজ্জামান সেলিম প্যানেল চোয়ারম্যান মনোনীত করা হয়েছে ৷
আরসি-০৪