গোলাপগঞ্জে করোনা টিকার কার্যক্রম পরিদর্শনে ডা. হিমাংশু

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৫, ২০২২
০১:০২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
০১:০২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে করোনা টিকার কার্যক্রম পরিদর্শনে ডা. হিমাংশু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনা টিকার কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় ।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে করোনা টিকার কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা হেলথ ইন্সপেক্টর সংকর লাল, ফুলবাড়ি ইউনিয়নের হেলথ অ্যাসিস্ট্যান্ট সিরাজ উদ্দিন ।

উল্লেখ্য সোমবার পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন প্রায় দুই লক্ষ ২ হাজার জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১ লাখ ১১ হাজার জন । এছাড়াও বোস্টার ডোজ নিয়েছেন প্রায় ৫ হাজার জন ।

আরসি-০৬