গোলাপগঞ্জ থানার উন্নয়ন কাজের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৫, ২০২২
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
০১:০৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জ থানার উন্নয়ন কাজের উদ্বোধন

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় আরসিসি ড্রেনের নির্মাণ কাজ শেষ হওয়ায় এর উদ্বোধন করেছেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ মডেল থানায় পৌরসভা কর্তৃক এল.জি.এসপি-৩ প্রকল্পের আওতায় আরসিসি ড্রেন নির্মাণ কাজ শেষ হওয়ায় এর উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন - গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, অতিরিক্ত পুলিশ সুপার( গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম প্রমুখ।

প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার বাস্তবায়নে গোলাপগঞ্জ মডেল থানায় ৬৩৬ ফুট লম্বা আরসিসি ড্রেনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয় ।

আরসি-০৭