শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার, মাস্ক ও বেলুন বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৪, ২০২২
০৯:০২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২
০৯:০২ অপরাহ্ন



শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার, মাস্ক ও বেলুন বিতরণ

শ্রীমঙ্গলে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশু,পথশিশু ও প্রতিবন্ধী শিশুর মাঝে খাবার, মাস্ক ও বেলুন বিতরণ করা হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আত্মমানবতার সেবায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর শক্তির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু,পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে ভালোবাসা দিবস উপলক্ষে খাবার, মাস্ক ও বেলুন  বিতরণ করা হয়।

ভালোবাসা দিয়ে বিশ্ব করবো জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভালবাসা দিবসে উপলক্ষে এই মানবিক কার্যক্রম পালন করে।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, সিনিয়র সাংবাদিক  ইসমাইল মাহমুদ, আলোর শক্তি সংগঠননের উপদেষ্টা আমজাদ হোসেন বাচ্ছু, সাংবাদিক ঝলক দত্ত, প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, সাংবাদিক আহমদ এহসান সুমন, শ্রীমঙ্গল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোর শক্তি সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেন বাচ্ছু, বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার, মাস্ক ও বেলুন বিতরণ করি। আমরা আশা করি সমাজের বিত্তবানরা এসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতে এগিয়ে আসবেন ৷

জিকে/আরসি-১৩