সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২২
০২:১৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
০২:৩৩ পূর্বাহ্ন
সিলেটে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ইতিহাসের এই গৌরবময় দিবস স্মরণে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখা।
সংগঠনটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়, মিছিলটি শহিদ মিনার হয়ে নগরের কোর্ট পয়েন্টে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাটি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সংগঠক বিশ্বজিৎ শীলের সভাপতিত্বে ও তানজিনা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সংগ্রামী সদস্য অ্যাডভোকেট রনেন সরকার রনি, সাবেক ছাত্রনেতা অপু কুমার দাশ। আরও বক্তব্য দেন নগর শাখার সংগঠক আয়শা আক্তার, শিরীন দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮৩ সালের যে কুখ্যাত মজিদ খান শিক্ষা নীতি, বর্তমান শিক্ষা নীতিও তারই কার্বন কপি! শিক্ষার ব্যসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকিকরণ ও শিক্ষা সংকোচন নীতিই বলবৎ আছে!
এসমস্ত অন্যায়ের বিরোদ্ধে ছাত্র সমাজ কে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তলতে হবে,অন্যথায় এই ফ্যাসিবাদকে কোনোভাবেই রুখা যাবে না।
উল্লেখ্য, ৮৩'র ফাগুনের আগুনঝরা মধ্য ফেব্রুয়ারির স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসে মজিদ খান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে রাজপথে নেমে এসেছিল হাজার হাজার ছাত্র জনতা। শিক্ষার বাণিজ্যিকরণ, সাম্প্রদায়িকরণ ও শিক্ষা সংকোচনের চক্রান্ত রুখে দাঁড়াতে প্রাণ দিয়েছিল জাফর জয়নাল দিপালীসহ দশ জন । সামরিক শাসক এরশাদের গুলি বেয়োনেট রায়োট কারের সামনেও পিছু হটেনি ১৪ ফেব্রুয়ারীর সেই দুর্বার লড়াই৷ ছাত্রদের প্রতিরোধের মুখে নতি স্বীকার করে এরশাদ৷ বাতিল হয় মজিদ খান কমিশন৷
আরসি-১৪