সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৫, ২০২২
১০:৪৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
১০:৪৪ অপরাহ্ন



সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে
সিলেট সার্কিট হাউজে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, 'সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে। তারা আগে ২০১৪ সালে নির্বাচনে না আসে ভুল করেছিল। তারপর আন্দোলনের নামে দেশের ক্ষতি করেছে। কিন্তু তাদের কোনো লাভ হয়নি'

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, 'সার্চ কমিটিতে বিএনপি নাম না দেওয়ার সিদ্ধান্ত অরাজনৈতিক। এটি গঠনমূলক কোনো ভূমিকা নয়। আপনারা দেখবেন এই উত্তেজনাকর পরিবেশেও পুতিন ও বাইডেন কথা বলছে। অর্থাৎ সংলাপের কোনো বিকল্প নেই।' তবে বিএনপি সার্চ কমিটিতে নাম না পাঠালেও নির্বাচনে অংশ নিবে বলে আশাবাদী আব্দুর রাজ্জাক।

এনএইচ/আরসি-১০