নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২২
০১:১৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
০১:১৬ পূর্বাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, 'সাংবাদিকরা লবিস্টের কাজ করছেন, ওদেরকে প্রমোট করছেন। দুনিয়ায় কোনো দেশের রেডিও টিভিতে তার দেশের কোথায় কি খারাপ ঘটনা ঘটলো, ঐটা নিয়ে এতো বকবক করে না। শুধু বাংলাদেশে আপনারা নিয়োজিত থাকেন। এটা খুব দুঃখজনক। এছাড়া বিদেশি রাষ্টদূতদেরকে দেশের আভ্যন্তরিন বিষয়ের জন্য জিজ্ঞেস করাটাও দুঃখজনক।'
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরের আখালিয়ায় একটি বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট নিয়োগ নিয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীর করা প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
নির্বাচন সুষ্ঠু না হলে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, সম্প্রতি যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের এমন মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, 'আপনারা মিডিয়া এইগুলো এত বড় করে দেখেন কেন? আপনাদের এম্বেসেডররা যারা বিদেশে আছেন, কিংবা প্রতিবেশী দেশসমূহের যে সমস্ত রাষ্ট্রদূতেরা যারা বিদেশে আছে তাদেরে কখনো কোনো মিডিয়া জিজ্ঞেস করে এ সম্পর্কে? আপনারা সব সময় আগ বাড়িয়ে এসমস্ত জিজ্ঞেস করেন। আপনাদের এ অভ্যাস বন্ধ করা উচিত।'
এসময় বিএনপির অবস্থান নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। কিন্তু এখন আর সে সুযোগ নেই। পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার সুযোগ নেই।
আরসি-১৬