নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৪:৪৫ পূর্বাহ্ন
গড় মাথাপিছু আয় বাড়লেও গ্রামের মানুষ এখনও পুষ্টিকর খাদ্য পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ‘সিলেট থেকে কৃষিজাত পণ্য রপ্তানি ও বিনিয়োগ বিষয়ক’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন দেশের নাগরিকদের জন্য নিরাপদ ও পুষ্টিজাতীয় খাদ্য নিশ্চিত করতে চাই। এ জাতীয় পণ্যের দাম চড়া হওয়ায় দেশের মানুষ তা খেতে পায় না।’
তিনি বলেন, ‘দেশের ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে এবং তাদের প্রত্যেক পরিবার কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে জড়িত। ৪০ ভাগ প্রত্যক্ষভাবে কৃষিনির্ভর। গ্রামের মানুষের আয় বাড়ানো না গেলে দেশ কখনও সমৃদ্ধশালী হবে না। সে লক্ষ্যে বাংলাদেশের কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ ও বাণিজীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষি যন্ত্রপাতিতে ৭০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। একজন কৃষক ১০০ টাকার কৃষিপণ্য রপ্তানি করলে তাকে আরও ২০ টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে।
আরসি-২৩