নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৬:৩৪ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহণ করেছে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর।
পীর হবিবুর রহমান ১৯২৭ সালের ৯ অক্টোবর সিলেটের লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তানে সর্বাগ্রে বাংলা ভাষার পক্ষে প্রান্তিক জেলা সিলেটেই প্রথম কর্মসূচী নিয়ে জনসমক্ষে হাজির হয়েছিলেন পীর হবিবুর রহমান। পাকিস্তান সৃষ্টির পরের বছর যখন বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয় তখন পীর হবিবুর রহমান এই চক্রান্ত প্রতিরোধে প্রস্তুতি শুরু করেন।
একাত্তরে ভারতে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে এবং শরণার্থীদের দুর্ভোগ লাঘবে তিনি দিনরাত নিজেকে নিয়োজিত রাখেন। মেঘালয় বালাট শরাণার্থী শিবিরে মহামারীরূপে কলেরা রোগ ছড়িয়ে পড়লে শরণার্থীদের দুর্দশা ও অসহায়ত্ব দেখে তিনি অস্থির হয়ে ওঠেন। এসময় মূলত তার উদ্যোগ ও প্রচেষ্টায় ভারত সরকার মহামারী প্রতিরোধে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে। সদ্য স্বাধীন ও যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশ পুনর্গঠনে ও পুনর্বাসনেও তিনি দিনরাত পরিশ্রম করেছেন।
স্বাধীনতার পর ১৯৭৭ সালে ন্যাপ মোজাফ্ফরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন পীর হবিবুর রহমান। রাজনৈতিক কৌশল নিয়ে ন্যাপ এর সঙ্গে মতবিরোধ দেখা দিলে ১৯৮৬ সালে সৈয়দ আলতাফ হোসেন, পীর হবিবুর রহমান ও চৌধুরী হারুনুর রশীদের নেতৃত্বে গঠিত হয় এনএপি, এবং তারা তিনজনই এনএপির আহবায়ক নির্বাচিত হন। গণতন্ত্রী পার্টির জন্মলগ্ন থেকে পীর হবিব পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। সর্বশেষ তিনি এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ১৬ ফেব্রæয়ারি জননেতা পীর হবিব প্রিয় শহর জন্মভূমি সিলেটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টি। কর্মসূচীর মধ্যে রয়েছে, বুধবার সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ শেষে দক্ষিণ সুরমার বাগরখলস্থ গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়।
এ সব কর্মসূচিতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পার্টির সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী ও মহানগর শাখার আহবায়ক মাছুম আহমদ, সদস্য সচিব শ্যামল কাপালী।
এনএইচ/আরসি-১১