জৈন্তাপুরে অষ্ট প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৮:২৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৮:২৯ অপরাহ্ন



জৈন্তাপুরে অষ্ট প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার গঙ্গারজুম চা-বাগানের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভূর আখড়ায় অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গঙ্গারজুম চা-বাগানের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভূর আখড়ায় অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে নিরঞ্জন মৃদা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজেন্দ্র গোয়ালার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারিকাটা ইউপির চেয়ারম্যান মো. সুলতান করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, অর্থ-সম্পাদক শাহজাহান কবির খান, ইউপি সদস্য সামসুজ্জামান সেলিম, আজির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন গঙ্গারজুম পুজা মন্ডপের সহ সভাপতি সমর্থন শাওতাল, সঙ্কর বাড়াইক, সন্দীপ গোয়ালা, ভজেন ভুমিক, জয় মৃর্ধা, সাহেন শাওতাল, প্রমুখ। 

হরিনাম সংকীর্তনে কৃর্তীন পরিবেশন করে জননী সম্প্রদায় নেত্রকোনা নিরেশ দাশ, জগন্নাথ সম্প্রদায় জাফলং চা-বাগান সিলেটের বলরাম মির্ধা, হরিদাশ সম্প্রদায় গোয়াইনঘাটের সুরেশ বিশ্বাস, চুরখাই বিয়ারীবাজারের সুজিত দেবনাথ, রাধা গবিন্দ সম্প্রদায় জৈন্তাপুরের সুজন দাস।

আর কে/বি এন-০৫