ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২২
১০:২৪ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
১০:২৪ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপজেলা সভাপতি বিজন কুমার দেবনাথ।
লিখিত বক্তব্যে আগামী ১৮ই ফেব্রুয়ারি বিকাল ৩টায় স্থানীয় চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনকে সফল করার জন্যে সকলের সহযোগিতা এবং সমর্থন চাওয়া হয়েছে।
এই ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আফসার আজিজ।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সিলেট - ৩ আসনের এমপি জনাব হাবিবুর রহমান হাবিব।
সম্মেলনে বক্তা থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি বাবু সুব্রত পুরকায়স্থ।
প্রধান বক্তা থাকবেন জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন কয়েছ।
বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম, মাহবুবুল হাসান, কেন্দ্রীয় উপ-পানিসম্পদ বিষয়ক সম্পাদক জনাব জামিল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শওকত আলী ও সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাছিত টুটুল।
লিখিত বক্তব্যে জানানো হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফেঞ্চুগঞ্জ শাখার বর্তমান কমিটি গঠিত হওয়ার পরে উপজেলার সবক'টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। ৪৫টি সেন্টার কমিটি গঠন করে নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হয়। স্বেচ্ছাসেবক লীগের ৬ জন সদস্য ইউপি নির্বাচনে মেম্বার পদে বিজয়ী হয়েছন। উপজেলা সভাপতি বিজন কুমার দেবনাথ পবিস পরিচালক এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ জেলা পরিষদ সদস্য হয়েছেন। এগুলো শক্তিশালী সংগঠনের প্রমাণ দিচ্ছে।
সংবাদসম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, সহ সভাপতি আলী হোসেন রাজু, সহ সভাপতি আব্দুস সালাম ও আমিনুল ইসলাম জয়নাল, যুগ্ম সম্পাদক রাছিক আহমদ ও সুহেল আহমদ, ক্রীড়া সম্পাদক ইছন মিয়া মেম্বার, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি জুনেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য খালেদুর রহমান লিটন, ঘিলাছড়া ইউপি শাখার সভাপতি মিনহাজ উদ্দীন আহমদ ও সম্পাদক আশরাফুল হোসেন দানিয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিলাল আহমদ, যুবরাজ হোসেন জানু প্রমুখ।
এস সি/বি এন-০৮