কানাইঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৭, ২০২২
০৪:৫৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২২
০৪:৫৬ পূর্বাহ্ন



কানাইঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সিলেটের  কানাইঘাট উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা  প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় দিনব্যাপী উপজেলা   প্রাণিসম্পদ দপ্তর মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল   ১০টায়   আনুষ্ঠানিকভাবে  ফিতা  কেটে   প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক।

অর্ধশতাধিক স্টলে উপজেলার অসংখ্য খামারীরা তাদের পালিত বড় বড় গরু বিভিন্ন প্রজাতির ছাগল, হাঁস মোরগ নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহনের পাশাপাশি গবাদি পশুর পরিচর্চা ও মোটা তাজা করন বিষয়ে প্রদর্শনীতে এনজিও সংস্থা সূচনা প্রকল্প সহ ভেটেনারী ফার্মেসীগুলো অংশ নেয়।

দিনব্যাপী প্রদর্শনীমেলা ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ।

বিকেল ৩টায় সমাপনীর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র লুৎফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হান্নান, দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, কানাইঘাট প্রেসক্লাবের  সাধারণ  সম্পাদক  নিজাম  উদ্দিন, আওয়ামী লীগ নেতা   ইকবাল হোসেন, ইউপি সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ প্রমুখ।

অনুুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের চারটি ক্যাটাগরিতে ১২ জনকে নগদ চেক প্রদান, ক্রেস্ট সনদপত্রসহ অন্যান্য পুরস্কার সামগ্রী অতিথিবৃন্দ তোলে দেন।

আরসি-৩৩