নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২২
০১:৪৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২
০১:৪৭ পূর্বাহ্ন
সিলেট নগর এলাকায় মডার্নার প্রথম ডোজের টিকা প্রদান শুরু হচ্ছে আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় সিলেট সিটি করপোরেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের চলমান টিকা কেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেওয়া হবে।
এতে বলা হয়, যারা এখনো কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ নেননি তাদেরকে অবিলম্বে সুরক্ষা এপসে (www.surokkha.gov bd) রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ প্রদানে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা রেজিষ্ট্রেশন করেছেন, মোবাইলে টিকা গ্রহণের বার্তাও পেয়েছেন কিংবা মোবাইলে বার্তা পাননি তারা সকলেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা প্রদানের বিশেষ এই কর্মসূচিতে প্রথম ডোজ হিসেবে মডার্না টিকা দেওয়া হবে। তবে, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের সরকারি ছুটি থাকায় ২১ ফেব্রুয়ারি ২০২২ টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।
এদিকে যারা ফাইজারের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, নির্ধারিত সময় হয়েছে কিন্তু এখনো দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি তারা আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার ও ২০ ফেব্রুয়ারি (রবিবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণ করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
এরপর থেকে ফাইজারের টিকা দান বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরসি-১৪