বিয়ানীবাজার পৌর বিএনপির কমিটিকে ফয়সল চৌধুরীর অভিনন্দন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৮, ২০২২
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২
০২:০৩ পূর্বাহ্ন



বিয়ানীবাজার পৌর বিএনপির কমিটিকে ফয়সল চৌধুরীর অভিনন্দন

বিয়ানীবাজার পৌর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন দেশ এখন কঠিন সময় পার করছে,চিকিৎসার জন্য দলের চেয়ারপার্সনকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। মানুষের কাছ কথা বলার অধিকার কড়া নেওয়া হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে সরকার। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে দলীয়  ঐক্যের প্রয়োজন।আমি বিশ্বাস করি বিয়ানীবাজার পৌর বিএনপির নবগঠিত এই কমিটি ঐক্য গড়ে তুলতে ভুমিকা রাখবে। গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তৃনমূল থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। নতুন কমিটির নেতৃবৃন্দদের মধ্যে সভাপতি পদে মিজানুর রহমান রুমেল বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত। কাউন্সিলে সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক পদে জসীম উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক পদে নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি জয়লাভ করেন।

আরসি-১৬