চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গাড়ি চাপায় আহত ব্যক্তি

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৮, ২০২২
০২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২
০২:৪৭ পূর্বাহ্ন



চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গাড়ি চাপায় আহত ব্যক্তি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে গাড়ির চাপায় আহত হয়ে টানা ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন আব্দুস সুবহান (৩৪) নামের এক যুবক ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের মোবারক আলীর ছেলে ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারের পাশে গাড়ির চাপায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী যুবক আব্দুস সুবহান । পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল  হাসপাতালে নিয়ে যান।

এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে কয়েকদিন চিকিৎসা দেওয়া হয়। তারপর তাকে পূনরায় সিলেট ওসমানী মেডিকেল  হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

আরসি-২০