সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২২
১০:৪২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২
১১:৫৩ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে সাহাব উদ্দিন সাবুল (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুচাই গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সাবুল ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় শাহাবুদ্দিন আহমদ সাবুল তাঁর নিজ ঘরের সামনের কয়েকটি গাছ কাটছিলেন। এ গাছ কাটাকে কেন্দ্র করে তার উপর হামলা চালান পাশের ঘরের ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুলসহ তাদের পরিবারের লোকজন। এ সময় তারা সাবুলকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। মাথা ফেটে সাবুলের রক্ত ঝরতে থাকলে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পড়েন। এ সময় হামলায় সাবুলের মা নেওয়া বেগমও আহত হয়েছেন।
ঘটনাস্থলে থাকা মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ‘এ ঘটনায় কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমাকে তাৎক্ষণিক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
তিনি আরও জানান- ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল এবং লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
বি এন-০৭