লাক্কাতুরায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৯, ২০২২
০২:০৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০২:০৮ পূর্বাহ্ন



লাক্কাতুরায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

ফাইল ছবি

সিলেট নগরের উপকণ্ঠ লাক্কাতুরা এলাকায় মাইক্রোবাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির সিলেট মিরর অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা হয়। একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। যদিও তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে খবর নিয়েছি,  ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে তিনজন হাসপাতালে ভর্তি আছেন।

তবে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে ৫ জন আহতের খবর জানিয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই ঘটনায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ চালককে আটক করেছে পুলিশ।  তবে ঘটনায় আহতদের নাম জানাতে পারেননি বিমানবন্দর থানা পুলিশের এই কর্মকর্তা।

আরসি-১৩