লালাখাল খেয়াঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৫:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৫:০৩ পূর্বাহ্ন



লালাখাল খেয়াঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জৈন্তাপুরের লালাখাল খেয়া ঘাটে পানিতে ডুবে ১০ বছরের শিশু নিখোঁজ, ফায়ার সার্ভিসের সহায়তায় সাড়ে ৩ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার ৷ 

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সামসুজ্জামান সেলিম জানান, ১৮ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ২টায় লালাখাল খেয়াঘাট নামক স্থানে গোসল করতে গেলে নদীর স্বচ্ছ পানিতে তলিয়ে যায় ৷ নিখোঁজ শিশু লালা গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. সোহান আহমদ (১০) ৷

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় সাড়ে ৩ঘন্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করে৷ 

শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে চারিকাটা ইউপির চেয়ারম্যান মো. সুলতান করিম উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীদের নৌকা ও স্থানীয় মাঝিদের দিয়ে সহযোগিতা করেন ৷ স্থানীয় জনতা শিশু নিখোঁজের সংবাদ পেয়ে নদীর পাড়ে ভীড় অপেক্ষা করে ৷

নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুর উদ্দিন মাষ্টার, ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম বলেন, খেয়াঘাট সহ জিরো পয়েন্ট পর্যন্ত নদীর দুপাশ্বে চোরাবালির উপস্থিতি রয়েছে ৷ এজন্য নদীর পাড়ের বাসিন্ধাদের সতর্কতার সহিত নদীতে গোসল সহ অন্যান্য কার্যক্রম করতে বলা হয়েছে ৷ ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সহায়তায় বিকাল সাড়ে ৫টায় শিশুর লাশ উদ্ধার করেন ৷ 

আরকে/আরসি-০১