গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষা বৃত্তি বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৫:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৫:৩৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষা বৃত্তি বিতরণ

গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি বিতরণ ও ট্রাস্টের কার্যালয় উদ্ভোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৭ ফেবুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি বিতরণ ও ট্রাস্টের কার্যালয় উদ্ভোধন করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বশর মোহাম্মদ ছদরুল উলার সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বি কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ‍্যালয় ও কলেজের অধ‍্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, সিলেট মা ও শিশু হাসপাতালের পরিচালক ডাক্তার ফয়ছল মাহমুদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ‍্যালয় ও কলেজের সাবেক অধ‍্যক্ষ আব্দুল মতলিব, ঢাকাদক্ষিণ বালিকা  উচ্চ বিদ‍্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী, প্রবাসী ব‍্যাক্তিত্ব সাবেক শিক্ষক প্রনয় কুমার দেব, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ে সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস, সমাজসেবক, রাজনীতিবিদ আতাউর রহমান উতু মিয়া, আব্দুস শহিদ খান জিলা, আবুল লেইছ, আনোয়ার মিয়া, নিজাম উদ্দিন, জয়নাল আবেদিন খান, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, শিক্ষানুরাগী আলা উদ্দিন, রেজওয়ান হোসেন রাজু, সমাজসেবক ও সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, সমাজ সেবক আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বি কর্মকার বলেন, রকিব উদ্দিন একজন সমাজ সচেতন মানুষ ছিলেন।  তিনি সমাজের উন্নয়নে কাজ করে গেছেন। তার নামে প্রতিষ্টিত এই ট্রাস্টের কার্যক্রম প্রশংসনীয়। এসময় তিনি বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দ্যেশ্য করে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ট্রাস্টের কার্যালয় উদ্ভোধন শেষে ১১জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় শিক্ষাবর্ষ হিসেবে প্রত‍্যেক মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের কোষাধ‍্যক্ষ শ্যামল আহমদ, সদস‍্য সুলতান আহমদ, সমাজসেবক আবুল কাশেম লিপু, মুরাদ আহমদ, খালেদ আহমদ, মিনহাজ খান সোহাগ, ফারহান মাসউদ আফছর,আবু বক্কর ছিদ্দিক জীবন,মনজুর আহমদ প্রমুখ।

আরসি-০৫