গোলাপগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৭:০৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৭:০৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উত্তেজিত জনতা গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের রনকেলী এলাকায় সড়ক অবরোধ করে।

এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে ফুটবল খেলায় কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।

এফএম/আরসি-০৯