নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৭:১৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৭:৩১ পূর্বাহ্ন
ঢাকার দেওয়ালে দেওয়ালে আঁকা ‘সুবোধ’ এখন সিলেটের দেওয়ালে। প্রতিবাদনির্ভর এ গ্রাফিতি এবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এলাকা সংলগ্ন একটি বাসভবনের দেওয়ালে দেখা গেছে। স্থানীয়রা বা শিক্ষার্থীরা মনে করছেন, শাবিপ্রবির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ গ্রাফিতি আঁকা হতে পারে।
নতুন আঁকা এ গ্রাফিতিতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল ‘সুবোধ’ টেলিফোনে কথা বলছেন। টেলিফোন সংযোগের অপর প্রান্তে ইংরেজি হরফে লেখা ‘হবেকি?’।
সিলেট নগর থেকে শাবিপ্রবিতে যাওয়ার পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অবস্থান। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবির দপ্তরের বিপরীতে একটি বাসার দেওয়ালে ‘সুবোধের’ গ্রাফিতি আঁকা হয়েছে। এতে হাস্যোজ্জ্বল সুবোধকে টেলিফোনে কথা বলতে দেখা যাচ্ছে। টেলিফোনের দীর্ঘ সংযোগ তারের অপর প্রান্তটি ইংরেজিতে লেখা ‘হবেকি’ এর সঙ্গে যুক্ত। সেই ‘হবেকি’ শব্দের ইংরেজি ‘ও’ অক্ষরটি লাল রঙে ভরাট করা রয়েছে। সেই অক্ষরের সঙ্গেই টেলিফোনের তারটি সংযুক্ত করে দেওয়া আছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গ্রাফিতি দেখেছেন, কিন্তু কে বা কারা এঁকেছেন দেখেননি। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় গ্রাফিতিটি আঁকা হয়েছে বলে তারা জানিয়েছেন। পরদিন বুধবার সকালে গ্রাফিতি সবার চোখে পড়ে। ঠিক কী কারণে এ গ্রাফিতি আঁকা হয়েছে, সেটা কেউই বলতে পারছেন না। তবে যেহেতু পাশেই শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন করছেন, তাই এই আন্দোলনে সংহতি জানিয়েই এটি আঁকা হতে পারে বলে তাদের ধারণা।
এর আগে ২০১৭ সালে ‘সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না’ বা ‘সুবোধ তুই পালিয়ে যা তোর ভাগ্যে কিছু নেই’ কিংবা ‘সুবোধ এখন জেলে! পাপবোধ নিশ্চিন্তে করছে বাস মানুষের হৃদয়ে’, ‘হবেকি’ এ সব দেওয়াল লিখনে ছেয়ে যায় ঢাকার বিভিন্ন এলাকা। চিত্রগুলোতে ফুটিয়ে তোলা হয়েছিল, খাঁচায় বন্দি সূর্য হাতে অগোছালো চুল-দাড়ির এক তরুণকে। যার নাম দেওয়া হয়েছে ‘সুবোধ’। যার শরীরের তুলনায় পা অনেক বড়, যা অনেকটাই অসম্পূর্ণ। ছবি দেখে মনে হয়, ভালো আর মন্দের সঙ্গে জীবন-মরণ লড়াইয়ে সে ক্লান্ত ও পরিশ্রান্ত। বিধ্বস্ত আর বিপর্যস্ত চেহারার।
তবে চিরপরিচিত পলায়নরত সুবোধকে এর আগে সিলেটে দেখা যায়নি। নতুন আঁকা এ গ্রাফিতিতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল সুবোধ টেলিফোনে কথা বলছেন। টেলিফোন সংযোগের অপর প্রান্তে ইংরেজিতে লোগো আকারে লেখা ‘হবেকি?’।
শাবিপ্রবির শিক্ষার্থীরা বলছেন, শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর শিক্ষার্থীরা এখন তাদের দাবি-দাওয়া বাস্তবায়নের অপেক্ষায় আছেন। দাবি আদায়ের বিষয়ে তাদের মনে প্রশ্ন, ‘হবে কি?’। এটিকে কেউ গ্রাফিতিতে রুপ দিয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলনের মুখপাত্র মুহাইমিনুল বাশার রাজ সিলেট মিররকে বলেন, ‘কারা এঁকেছেন তা আমরা জানি না। কিছু শিক্ষার্থী ছবি তুলে বিষয়টি আমাকে দেখিয়েছে। তবে দেখে মনে হচ্ছে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এটি করা হয়েছে। কারণ সুবোধের মতো আমাদের মনেও প্রশ্ন আমাদের দাবি আদায় হবেকি?
আরসি-০৯