গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা সাকিল সংবর্ধিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৬:৩৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৬:৩৩ অপরাহ্ন



গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা সাকিল সংবর্ধিত

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা সাকিল হোসেনের প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৭টায় পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসাইন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদ, লন্ডন মহানগর যুবলীগ নেতা তানহার আহমেদ তুহিন, নিজাম আহমদ, হোসেন আহমদ, ইউপি সদস্য কবির আহমদ, ফয়সল আহমদ।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত সাকিল হোসেনের  হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এফএম/আরসি-১৪