নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২০, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার কুচাইয়ে সাহাব উদ্দিন সাবুলকে (৪৫) পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে সৎভাই কামরুল আহমদকে। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আরো ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
নিহতের বোন তাহমিনা খানম রাজনা বাদী হয়ে গত শুক্রবার দিবাগত রাত ১টায় মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে।
নিহতের সৎভাই কামরুল ইসলাম ছাড়াও মামলার এজহারনামীয় আসামিরা হলেন, কামরান মিয়া, নজরুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল মালিক মালাই, মালাইর ছেলে ইমন, ফখরুল ইসলাম, ফখরুলের ছেলে সুমেল, মিজান, মাহবুবা আলম মুন্নী, মালইর মেয়ে ফাহিমা আক্তার জেনি ও মালাইর স্ত্রী সিরাজুন বেগম।
এ ঘটনায় পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান আসামি কামরুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল মালিক মালাই, তার স্ত্রী সিরাজুন বেগম, মেয়ে ফাহিমা আক্তার জেনি ও মাহবুবা আলম মুন্নী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের সন্ধানে অভিযান চলছে।’
এর আগে গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাবুল নিজ বাসার সামনের কয়েকটি গাছ কাটছিলেন। এসময় গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে তার উপর হামলা চালান তার সৎভাই কামরুল ইসলাম, মালই ও তাদের পরিবারের লোকজন। তারা রড ও দেশীয় অস্ত্র দিয়ে সাবুলের মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত আহত সাবুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।