জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২২
১২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২
০১:০৮ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ঘিলাতৈল এলাকায় ভারতীয় খাসিয়া গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলার ভারতের অভ্যন্তরে হেওয়াই বস্কি নামক স্থানে বাংলাদেশি প্রবেশ করলে ভারতীয় খাসিয়ারা ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়ে।
এ ঘটনায় জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. ইমন আলী (২৫) আহত হয়৷ গুলি খেয়ে আহত অবস্থায় পালিয়ে বাংলাদেশে ফিরে আসে ৷ পরে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘিলাতৈল, টিপরাখলা, ফুলবাড়ী, কমলাবাড়ী এবং গোয়াবাড়ী এলাকা দিয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা দিন কিংবা রাতে ভারতীয় গরু মহিষ বাংলাদেশে নিয়ে আসে ৷ এজন্য ভারতীয় খাসিয়াদের সুপারী বাগান ক্ষতি সাধিত হয় ৷ যার কারণে ভারতীয় খাসিয়ারা ক্ষিপ্ত হয়ে অনেক সময় তাদের ফসল রক্ষা করতে বাংলাদেশিদের উপর গুলি ছুড়ে ৷
এ বিষয়ে জানতে আহত ইমন আলীর পিতা রমজান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, লোক মুখে খবর পান ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নাগরিক আহত হয়েছে ৷ বিষয়ের খোঁজ নেওয়া হচ্ছে ৷
আরকে/আরসি-২০