শ্রীমঙ্গল পৌরসভায় মশক নিধন কর্মসূচির উদ্ধোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২২
১২:২৫ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
১২:২৫ অপরাহ্ন



শ্রীমঙ্গল পৌরসভায় মশক নিধন কর্মসূচির উদ্ধোধন

শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন হয়েছে। পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মশক নিধন কর্মসুচির উদ্ধোধন করেন।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালীঘাট রোড চৌমোহনা থেকে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। মেয়র মো. মহসিন মিয়া মধু মশক নিধন কার্যক্রম উদ্ধোধন করে বলেন, আজ থেকে আমরা এ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হবে। মশক নিধনের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও জোর দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. তানিয়া আক্তারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জিকে/আরসি-২৩