আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২০, ২০২২
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২
০২:০৩ পূর্বাহ্ন



আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

আগামী ২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে : আগামী ২১শে ফেব্রুয়ারি সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন; কালো ব্যাজ ধারণ, সকাল ১০.০০ ঘটিকায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও  দুপুর ১২.০০ ঘটিকায়  তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা।

উক্ত কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে স্বাস্থ্য বিধি মেনে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

আরসি-২৭