শ্রীমঙ্গল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২২
০৬:৪০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২
০৬:৪০ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কৃতি সন্তান সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মো. আবেদ আহমেদ সাংবাদিকতা ও সাংগঠনিক কাজে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা পেলেন।
বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদ আয়োজিত আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ও প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ অনুষ্ঠানে দুই বাংলার কবি সাহিত্যিক লেখক ও প্রকাশকদের পদচারণায় মুখরিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাঙ্গণ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টা থেকে কবিদের মিলন মেলা শুরু হয়। কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, পরে কবিদের স্বরচিত কবিতা পাঠ ও মনোমুগ্ধকর পরিবেশে আবৃত্তি করেন কবিরা।
বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এবং ভারত থেকে আগত কবি, সাহিত্যিক,ও সংগঠকদের বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অব. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোহাম্মদ জাকীর হোসেন, নজরুল গবেষক, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়/ নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা ও বিশিষ্ট নজরুল গবেষক।
প্রধান আলোচক মোহাম্মদ আজম, অধ্যাপক বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যলয় এবং বিশিষ্ট সাহিত্যিক, বিশেষ আলোচক মাহমুদুল হাসান নিজামী কবি গবেষক ও সম্পাদক, ড. শেখ কামাল উদ্দীন, অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত ও প্রতিষ্ঠাতা সভাপতি,নজরুল র্চচা কেন্দ্র, বারাসাত কলকাতা, আলোচক মো. মতিযার রহমান, সাবেক বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ চুয়াডাঙ্গা, ড. মো. হানিফ সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, এসপি মহিলা কলেজ, ঝাড়খণ্ড ভারত, রত্না মুখোপাধ্যায় সম্পাদক কবি ও বাচিকশিল্পী, আলিপুরদুয়ার ভারত, সভাপতিত্ব করেন রহীমা আক্তার রীমা, সভাপতি বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদ।
জি কে/বি এন-০৫