গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২২
০৭:৪৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২
০৭:৪৬ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে সমাজসেবক ও ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সদস্য শ্যামল আহমদ এর প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে দত্তরাইল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
বিশিষ্ট মুরব্বি জয়নাল আহমদ খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - সমাজসেবক ও ক্রীড়ানোরাগী ব্যক্তিত্ব জাকারিয়া হোসেন উজ্জ্বল, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আব্দুল আজাদ, সমাজসেবক কলা মিয়া, আবুল কাশেম লিপু, আবু জাহিদ চৌধুরী, মাওলানা আবুল কালাম, গোলাম দস্তগির খান ছামিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, আফসার আহমদ, সমাজসেবক মিনহাজ খান সোহাগ, আরিফ খান, রাশেদ আহমদ, ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সদস্য আদনান খান, ফুটবল খেলোয়াড় রেমল আহমদ, রাসেল আহমদ, ইকবাল আহমদ, রাকিন আহমদ, ক্রীড়ামোদী তানিম খান প্রমুখ । পরে সংবর্ধিত শ্যামল আহমদ এর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এফ এম/বি এন-০৬