জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ২০, ২০২২
০৮:৫৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২
০৮:৫৫ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে ৷ 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল অনুমান সাড়ে ১১টার সময় সিলেট তামাবিল মহাসড়কের শিখারখা ৭নং কুপ এলাকায় হরিপুর হতে ছেড়ে যাওয়া নাম্বার বিহীন টোকন চালিত অনটেস্ট সিএনজি অটোরিক্সার সাথে সিলেট থেকে ছেড়ে আসা সেনা কল্যাণ সংস্থার পণ্যবাহী কার্ভাড ভ্যান ঢাকা মেট্রো-ম ১১-৬০৯৩ সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷

এ ঘটনায় ৫ জন আহত হন ৷ স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷ এদিকে আহতদের হাসপাতালে নেওয়ার পথে উপজেলার হরিপুর গ্রামের মৃত সাদিক আহমদের স্ত্রী রুমি বেগম (৩০) মারা যান ৷

অপর আহতরা হলেন- দরবস্ত ইউপির দিঘিরপাড় গ্রামের সিরাজ মিয়ার মেয়ে রিমা বেগম (১৭) তার বোন  লিজা বেগম (১৫), গোয়াইনঘাট উপজেলার রাতারগুল গ্রামের আব্বাস আলীর ছেলে মিনহাজ (২৫), টোকন চালিত অনটেস্ট সিএনজি অটোরিক্সার চালক জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর) ইউপির হেমু ভেলোপাড়া গ্রামে জমির উদ্দিন এর ছেলে নাঈম হোসেন (২০) ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ টহলটিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় সড়কের যানচলাচল স্বাভাবিক রাখে ৷ দুর্ঘটনায় পতিত গাড়ীগুলো হাইওয়ে পুলিশের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে ৷

আর কে/বি এন-১০