রূপকের চিকিৎসার্থে শহীদ দিবসে শাবিপ্রবিতে বইমেলার আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ২১, ২০২২
০১:০৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
০১:০৪ পূর্বাহ্ন



রূপকের চিকিৎসার্থে শহীদ দিবসে শাবিপ্রবিতে বইমেলার আয়োজন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের চিকিৎসার খরচের জন্য ২১ ফেব্রুয়ারিতে বই মেলা অনুষ্ঠিত হবে। 

সোমবার শহীদ দিবসে বিকাল ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বইমেলা অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বই মেলার আয়োজনের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান শিক্ষার্থী মিলন মাহমুদ, আকাশ ও দেলওয়ার হোসেন শাহেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র মজিবুর রহমান রূপকের দুটি কিডনি অকেজো হয়ে পড়েছে। চিকিৎসার জন্য ফান্ড রেইজের উদ্দেশ্যে আমরা আগামীকাল ২১'শে ফেব্রুয়ারি  ছোটখাটো 'বই মেলার' আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমরা আমাদের পুরাতন বইসমূহের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুড আইটেম থাকবে এবং তার সম্পুর্ণ অর্থ যাবে রুপক ভাইয়ের চিকিৎসা ফান্ডে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বইমেলার আয়োজন থাকবে। বইমেলার জন্য পুরাতন বই লাগবে জানিয়ে সকলকে সাধ্যমতো বই ডোনেশন এবং সহযোগিতার আহ্বান করা হয় ওই  বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, মজিবুর রহমান রূপকের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। রূপককে বাঁচাতে হলে অতিদ্রুত তাকে বিদেশে নিয়ে কিডনী প্রতিস্থাপন করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার দু’টি কিডনী প্রতিস্থাপন ও বিদেশে চিকিৎসা বাবদ আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রয়োজন। এতে রূপকের পরিবারের পক্ষে এই পরিমান টাকা বহন করা সম্ভব নয়। তাই রূপককে বাচাঁতে তার পরিবার ও লোকপ্রশাসন বিভাগের পক্ষ থেকে সামর্থবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়েছে।

এইচএন/আরসি-০৫