শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২২
০২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
০২:৫৬ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিত সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের সাকিব শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে একই সেশনের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী শাফায়াত আহমেদ মনোনীত হয়েছেন।
আজ (২০ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. মেহেদী হাসান, সহসভাপতি পান্না চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত ইসলামও মাহফুজুল কাদির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তানজিদ, সহসাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আফিফ আনজুম নিলয়, প্রচার সম্পাদক এশা খন্দকার, পাঠাগারও পাঠচক্র সম্পাদক ফারজানা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা আফরোজ, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক নাইমা আক্তার স্নিগ্ধা, প্রশিক্ষণ সম্পাদক জাহিদ হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রত্যুষ চক্রবর্তী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এস. এম. শাখাওয়াত সাকিব, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. তোফায়েল মিয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাফিনুর ইসলাম, ম্যাগাজিন সম্পাদক মো. মমিনুল ইসলাম, বইমেলা সম্পাদক রাবেয়া রশিদ প্রাপ্তি, কার্যনির্বাহী সদস্য- আলমগীর হোসেন রাজা, মোকসানা খন্দকার স্নিগ্ধা, রহিমা পারভীন রুহি, প্রিতম পাল, সাব্বির হোসেন প্রমুখ।
প্রথমআলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ কর্তৃক চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর ১৯ ফেব্রুয়ারী ২০২২ শনিবার রাত ৭ টায় শাবিপ্রবি বন্ধুসভার ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় বিদায়ী কমিটির সদ্য সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আফসারা হোসাইন হিমার সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ডীন ও শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। তাছাড়া এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি বিকাশ সরকার, সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকারসহ সাবেকও বর্তমান অন্যান্য সদস্যবৃন্দ।
আরসি-১৬