গোলাপগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২১, ২০২২
০৪:৩৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
০৪:৩৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামের যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) নিহত তারিফের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দাখিল করেন। পরে থানা পুলিশ অভিযোগটি মামলা (মামলা নম্বর ১৫) হিসেবে রুজু করে।

রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী।

এদিকে এ ঘটনায় আটককৃত ৪ জনকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন রণকেলী পূর্ব দিঘীরপাড় নুরু পাড়া এলাকার মুক্তা মুয়ার ছেলে আবিদুর রহমান (১৯), কবির হোসেন এমরানের ছেলে আতিকুল ইসলাম নিপু (১৯), মৃত পছন আলীর ছেলে আব্দুস সালাম (৫৪), মৃত আবদুস ছত্তারের ছেলে কবির হোসেন এমরান (৫০)।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন তারিফ। নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়ে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এদিকে ময়নাতদন্ত শেষে গত শনিবার তারিফুর রহমানের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।

আরসি-১৮