জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২২
০৬:২১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
০৬:২২ অপরাহ্ন
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪৮০ ক্যান রেড ব্লু এনার্জি ডিংক সহ একজনকে আটক করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক দ্রব্য অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে নিজপাট ইউপির গৌরীশংকর গ্রামের কাজী নূর উদ্দিনের ছেলে কাজী ফয়সল (২২) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে চেরাইপথে ভারত হতে নিয়ে আসা ৪৮০ ক্যান রেড ব্লু এনার্জি ডিংক আটক করা হয় ৷ এসময় চতুর চোরাকারবারী পালিয়ে যায় ৷
অপরদিকে ২০ ফেব্রুয়ারী রবিবার রাত ৯টায় অভিযান পরিচালনা করে চোরাকারবারী দলের সদস্য কাজী ফয়সল (২২) কে আটক করে ৷ তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ (বি) এর ১ (বি) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সপোর্দ করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমেদ ভারতীয় এনার্জি ডিংক সহ কাজী ফয়সল আটকের বিষয় নিশ্চিত করেন ৷ মামলা দায়ের পূর্ক আটককৃত কে বিজ্ঞ আদালতে সপোর্দ করেন ৷
আরকে/আরসি-০৬