ভাষা শহীদদের 'রবিরশ্মি' পরিবারের শ্রদ্ধা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২১, ২০২২
১০:৪২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
১০:৪২ পূর্বাহ্ন



ভাষা শহীদদের 'রবিরশ্মি' পরিবারের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে প্রভাতফেরী করেন রবিরশ্মি পরিবারের সদস্যরা। এরপর মৌলভীবাজার কেন্দ্রীয় মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক রনজিত জনি, আব্দুর রব, প্রিয়তা চৌধুরী মনিসহ রবিরশ্মি পরিবারের সদস্যরা।

রবিরশ্মি'র সংগঠক মমিতা সিনহা বলেন, ‘মুক্তিযুদ্ধের বীজ বপন হয়েছিলো ভাষা আন্দোলনের মাধ্যমে। ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মূলমন্ত্র, সেটি রচিত হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমেই। তাই, প্রজন্ম থেকে প্রজন্মে মহান ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।’

রবিরশ্মি পরিবারের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে বলে জানান তারা। 

এএফ/০৩