জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২২
১১:৪৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
১১:৪৭ অপরাহ্ন
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবীর সভাপতিত্ব উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আজিজুল হক খোকন'র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ, আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, মো. ইয়াহিয়া, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, আ.লীগের সহ-সভাপতি মো. আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সাংগঠিনক সম্পাদক মাস্টার নিপেন্দ্র কুমার দে, হানিফ মোহাম্মদ, অর্থ সম্পাদক মো: জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, এছাড়া বক্তব্য রাখেন মাস্টার আব্দুল জলিল, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, এ্যাডভোকেট হানিফ আহমদ, হানিফ আহমদ, আব্দুর রহমান, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, প্রমুখ।
অনুষ্ঠানে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্ররাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরকে/আরসি-১১