ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২২
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
১১:৫৫ অপরাহ্ন
ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর মাধ্যমে দিনটিকে বরণ করে।
কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা ও কাঙালি ভোজ।
একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) ফুল হাতে তাজপুর ডিগ্রি কলেজ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
এরপর থানা প্রশাসন, ওসমানীনগর প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পূজা উদযাপন পরিষদ, গোয়ালাবাজার গণপাঠাগার, ফায়ার স্টেশন, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন সারিবদ্ধ ভাবে শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।