মাতৃভাষা দিবসে বাংলা প্রমিত উচ্চারণ কর্মশালা শুরু

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২২, ২০২২
০৫:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২
০৬:০১ পূর্বাহ্ন



মাতৃভাষা দিবসে বাংলা প্রমিত উচ্চারণ কর্মশালা শুরু

মাতৃভাষা দিবসে ইনফরমেটিভ কোচিং সেন্টারের আয়োজনে সিলেটে শুরু হয়েছে বাংলা প্রমিত উচ্চারণ কর্মশালা।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইনফরমেটিভ কোচিং সেন্টার (মোগলাবাজার থানার রেঙ্গা মাদ্রাসা বাজারে অবস্থিত) আয়োজন করে তিন দিন ব্যাপি বাংলা প্রমিত উচ্চারণ বিষয়ক কর্মশালা।

ইনফরমেটিভ কোচিং সেন্টার এর পরিচালক মাহমুদুস সামাদ মারুফের সমন্বয়ে তিন দিনের এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন লেক্সিস ল্যাঙ্গুয়েজ সেন্টারের 'আত্মবিশ্বাসে বাংলা বলো'র সমন্বয়ক, বাচিকশিল্পী আবু বকর আল আমীন।

শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি ভালোবাসা, আন্তরিকতা, এবং শুদ্ধ বাংলা শিখার আগ্রহ দেখেই এই কর্মশালার আয়োজন, যাতে শিক্ষার্থীরা মাতৃভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে উঠে এবং মাতৃভাষা বাংলার যথাযথ  চর্চা করতে পারে বলে জানান কোচিং এর পরিচালক মাহমুদুস সামাদ মারুফ।


তিনদিনের প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের মাঝে সনদ দেওয়া হবে। ২৫ জন শিক্ষার্থী নিয়ে আয়োজিত তিন ব্যাপি এই কর্মশালায় অংশগ্রহণকারীরা জানায়, মাতৃভাষা সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি শুদ্ধ বাংলা উচ্চারণ করতে শেখাটা তাদের জন্য আনন্দ ও গৌরবের,এ ধারা সিলেটের অন্তত প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়া উচিৎ। 

আরসি-০২