রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি শুরু?

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২২, ২০২২
০৫:৫৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২
০৫:৫৩ অপরাহ্ন



রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি শুরু?

পূর্ব ইউক্রেনের দুটি বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে ‘শান্তি বজায় রাখায়’ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এ নিয়ে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার যে শঙ্কা প্রকাশ করা হচ্ছিল, সেটাই কি বাস্তবে রূপ নিচ্ছে?

স্বাধীন ও সার্বভৌম ইউক্রেনে রাশিয়ার সেনা সদস্যরা পৌঁছলে যুদ্ধের সমূহ সম্ভাবনা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ প্রেক্ষিতে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বৈঠকে বসে।

ওই বৈঠকে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ওপর জোর দেয়া হয়। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সীমানা যাতে লঙ্ঘিত না হয়, তার ওপর জোর দেন।

যুক্তরাষ্ট্র বলছে, এ ঘোষণা ‘ইউক্রেনে সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার উসকানিবিহীন লঙ্ঘন।’

যুদ্ধের শঙ্কার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থি অঞ্চল দোনেতস্ক এবং লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পূর্ব ইউরোপে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণার পরপরই ওই দুই অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দেন পুতিন।

এ নিয়ে ইউক্রেন সংকটে নতুন মাত্রা যোগ হলো। ইউক্রেনের ওই দুই অঞ্চলে রুশ সেনা প্রবেশ করলে তা হবে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। এতে যুদ্ধ বেধে যাওয়ার শঙ্কা আরও প্রকট হবে।

গত বছরের শেষ দিকে ইউক্রেনে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। সম্প্রতি বেশ কয়েকটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া আরও সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্র গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের শঙ্কা প্রকাশ করে আসছিল। তবে বরাবরই এসব আশঙ্কাকে ভিত্তিহীন বলেছে যুক্তরাষ্ট্র।

আরসি-১০