বড়লেখায় ফার্মেসীতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

বড়লেখা প্রতিনিধি


ফেব্রুয়ারি ২২, ২০২২
০৮:২৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২
০৮:৩১ পূর্বাহ্ন



বড়লেখায় ফার্মেসীতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজারের বড়লেখায় ফার্মেসীতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় বড়লেখা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

এতে উপজেলার ফার্মেসী মালিক ও ফার্মাসিস্টসহ প্রায় ১০০ জন প্রশিক্ষণ নিয়েছেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা। 

এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস ও সাংবাদিক আব্দুর রব। স্বাগত বক্তব্য রাখেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। 

এসময় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বড়লেখা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি করুনাময় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রহমান, কোষাধ্যক্ষ তপন দেবনাথ, প্রচার সম্পাদক দীলিপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এ.জে/বি এন-০৬