শ্রীমঙ্গল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২২
০৯:০৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২
০৯:০৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টেভেন্সেন স্মিথ লর্ড ব্যাডন পাওয়েল এর জন্ম বার্ষিকীতে বিপি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদশে স্কাউট শ্রীমঙ্গলের আয়োজনে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আলোচনা সভা শেষে শ্রীমঙ্গল উপজলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ র্যালি বের হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শ্রীমঙ্গলের সাবেক স্কাউট কমিশনার জহর তরফদার, স্কাউট কমিশনার ও ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব, স্কাউট লিডার আব্দুল মুমিন, শক্ষিক পুলক বর্ধন, রহিমা বেগম, অলক পাল প্রমূখ।
রবার্ট ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বৈশি^ক ভাবে পরিচিত হয়ে আছেন। এছাড়াও তিনি একজন ইংরেজ সামরিক কর্মকর্তা ছিলেন। তার পূর্ণ নাম রবার্ট স্টিভন্সেন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। স্কাউটদের মাঝে তিনি বিপি এবং গিলওয়েলের ব্যাডন পাওয়েল নামেও সমাধিক পরিচিত। তাঁর বাবা ছিলনে অক্সর্ফোড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর.এইচ.জি পাওয়েল ও মা হেনরিয়েটা গেসা। উল্লেখ্য, স্কাউট সুস্থ দেহ ও সুস্থ মানসিকতা নিয়ে বিশ^ব্যাপী সামাজিক অন্দোলন চালিয়ে যাচ্ছে।
জি কে/বি এন-০৯