শ্রীমঙ্গলে ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশের অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি


ফেব্রুয়ারি ২২, ২০২২
০৯:১১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২
০৯:১১ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশের অভিযান

যানজট নিরসন ও যত্রতত্র যানবাহন পার্কিং নিয়ন্ত্রনে শ্রীমঙ্গলে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রধান দুই সড়ক স্টেশন রোড ও হবিগঞ্জ রোডের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখল মুক্ত করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার এর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক দুটির  দু’পাশে এক শ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে করে ফুটপাতের বিভিন্ন অংশে জনচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অভিযানকালে এসব অবৈধ স্থাপনা সড়িয়ে ফুটপাত মুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং রোধে চালকদের সতর্ক করা হয়। যত্রতত্র পার্কিং যানবাহন দাঁড় করিয়ে যাত্রী উঠানামার ফলে শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি করছিল এসব যানবাহনের চালকরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার বলেন,  ‘যানজট নিরসনে আজ পর্যটন শহরের স্টেশন রোড ও হবিগঞ্জ রোডের বিভিন্ন অংশের ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করেছি। অন্যদের সতর্ক করা হয়েছে। আবারো ফুটপাথ দখল ও যত্রতত্র যানবাহন পার্কিং করে শহরে যানজট সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জি কে/বি এন-১০