জায়েদ-নিপুণের রুল শুনানি কাল

বিনোদন ডেস্ক


ফেব্রুয়ারি ২২, ২০২২
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২
০৭:৩৯ অপরাহ্ন



জায়েদ-নিপুণের রুল শুনানি কাল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না জানতে চেয়ে দেওয়া রুলের শুনানি একদিন পিছিয়েছে। আগামীকাল বুধবার শুরুতেই এই শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে এ নিয়ে শুনানির কথা থাকলেও আগামীকাল দিন ধার্য করা হয়।  

এ বিষয়ে জানতে নিপুণকে ফোন দেওয়া হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

তবে জায়েদ খান শুনানি বিষয়ে বলেন, আমি আদালতে উপস্থিত ছিলাম। আজ আমাদের রুলের শুনানি হয়নি। আশা করছি আগামীকাল সকাল সকালই হয়ে যাবে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতের ‘স্থগিতাদেশ’ ও ‘স্থিতাবস্থা’ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে হাইকোর্টে বিচারাধীন রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখতে বলা হয়।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। । পরে আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের পদ বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এরপর হাইকোর্টের দ্বারস্থ হন জায়েদ। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে পদ ফিরে পান তিনি। পরে আপিল করেন নিপুণ। ওই আপিল শুনানি নিয়ে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।

আরসি-১৫