জৈন্তাপুর ইউপি’র সদস্য আব্দুল মোতালেব আর নেই

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৬:৫৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৬:৫৪ অপরাহ্ন



জৈন্তাপুর ইউপি’র সদস্য আব্দুল মোতালেব আর নেই

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নম্বর জৈন্তাপুর ইউপির ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মোতালেব আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

পরিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নিজবাড়ীতে আসামপাড়ায় মৃত্যু বরণ করেন জৈন্তাপুর উপজেলার ২নম্বর জৈন্তাপুর ইউপির ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মোতালেব। তিনি স্ত্রীসহ ছেলে ৩কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছে ৬৫ বছর।

২৩ ফেব্রুয়ারি বুধবার বাদ যোহর ৪নং বাংলাবাজার স্কুল মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাজায় অংশ গ্রহন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, আলমগীর হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

আর কে/বি এন-০১