জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৭:০২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৭:০২ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট পানিয়ারাহাটি এ.কে টাওয়ারের ৩য় তলা থেকে পোল্ট্রি মোরগ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা সদরের ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় এই ব্যবসায়ী প্রতিদিনের মত বাসায় ফিরে যান। সকালে তিনি বাসা থেকে বের না হওয়ায় ডাকাডাকি করে কোওে শব্দ পাওয়া যায় নি। স্থানীয়দের সন্দেহ হলে তারা জানালা দিয়ে বাসার সিলিংয়ের সাথে ঝুলন্ত লাশ দেখতে পান।
স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ সকাল ৮টায় ঘটনাস্থলে পৌছে বিভিন্ন তল্লাসী শেষে দরজা ভেঙ্গে ঝুলন্ত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
নিহত ব্যবসায়ী বাড়ী কুমিল্লা জেলার হোমনা থানার ভাতাকান্দি গ্রামে। তিনি মোস্তফা কামাল ভূইয়ার ছেলে মো. আনিসুর রহমান (৩৯)। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোন কারণ জানা যায়নি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে বিভিন্ন আলামত দেখে আত্মহত্যা করেন বলে জানান।
আর কে/বি এন-০২