নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৭:০০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৭:০৫ পূর্বাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের সিট দখল নিয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার (২৩ ফেব্রিরুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়।
ছাত্রবাস সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্র শিবির অনুসারী ২০ থেকে ২৫ শিক্ষার্থীকে হল থেকে বের করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তাৎক্ষণিক উত্তেজনা দেখা দেয়৷ এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় একশো পুলিশ ছাত্রবাস এলাকায় অবস্থান করছে। এছাড়া পুলিশের জল কামানের গাড়িও রাখা হয়েছে৷ এ ঘটনায় নগরের রিকাবীবাজার পয়েন্টে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন।
এদিকে রাত একটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল শিশির রঞ্জন চক্রবর্তী হল থেকে বের করা শিক্ষার্থীদের পুনরায় হলে তুলে দেন।
এ বিষয়ে শিশির রঞ্জন চক্রবতী বলেন, 'তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'
রাত পৌনে ১ টায় মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন সিলেট মিররকে বলেন, 'পরিস্থিতি এখন শান্ত আছে৷ হলের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ ছাত্রলীগের নেতাকর্মীরা বর্তমানে রিকাবীবাজার পয়েন্টে অবস্থান করছেন।'
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।
এনএইচ/আরসি-০১