ইউক্রেনে হামলা, শেয়ারবাজারে অস্থিতিশীলতা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৬:৩৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৬:৩৩ অপরাহ্ন



ইউক্রেনে হামলা, শেয়ারবাজারে অস্থিতিশীলতা

ইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই খবরে টালমাটাল অবস্থা শুরু হয়েছে এশিয়ার বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ইউক্রেনের অনেক অবকাঠামো এবং সীমান্তরক্ষীদের ওপর মিসাইল হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী।

এদিন লেনদেনে (রিপোর্ট লেখার সময়) হংকংয়ের সেনসেক্স সূচক কমেছে ৩ দশমিক ২ শতাংশ, কোরিয়ার কসপি সূচক পড়েছে ২ দশমিক ৭ শতাংশ, জাপানের নিক্কেই সূচক পড়েছে ২২৫ পয়েন্ট। কমেছে চীনের সাংহাই কম্পোজিট সূচক, ০ দশমিক ৯ শতাংশ।

প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারেও। ডাউ সূচক পড়ছে ৭৮০ পয়েন্ট বা ২ দশমিক ৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক পড়েছে ২ দশমিক ৩ শতাংশ এবং নাসডাক সূচক পড়েছে ২ দশমিক ৮ শতাংশ। 

 লেনদেন স্থগিত করা হয়েছে মস্কো এক্সচেঞ্জের লেনদেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে হামলার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারলপ্রতি বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। গত সাত বছরেরও বেশি সময়ে এই প্রথম তেলের দাম ১০০ ডলার ছাড়াল। 

বি এন-০২