চালু হলো শাবিপ্রবি শিক্ষার্থীদের বন্ধ থাকা একাউন্ট

শাবিপ্রবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৮:৫১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৮:৫১ অপরাহ্ন



চালু হলো শাবিপ্রবি শিক্ষার্থীদের বন্ধ থাকা একাউন্ট

দীর্ঘ ৩০ দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের  বন্ধ হয়ে থাকা ৬টি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং একাউন্টগুলো খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বিষয়টি নিশ্চিত করেন শাহরিয়ার আবেদীন।

শাহরিয়ার বলেন, গতকাল আমাদের বন্ধ হয়ে থাকা ৬টি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে দেওয়া  হয়েছে। আমরা চেষ্টা করছি সবগুলো একাউন্ট খুলে দিয়েছে কি না নিশ্চিত হওয়ার।  তবে এখনো পর্যন্ত কোন একাউন্ট বন্ধের অভিযোগ পাইনি।

এদিকে গত ২৪ জানুয়ারি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত  শিক্ষার্থীদের আর্থিক লেনদেনের ছয়টি অ্যাকাউনন্ট বন্ধের অভিযোগ উঠে। সেই সময় থেকে রকেট, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টসহ মোট ছয়টি অ্যাকাউন্ট থেকে তারা কোনো লেনদেন  বা নাম্বারগুলা থেকে যোগাযোগ করতে পারেননি শিক্ষার্থীরা।

আরসি-০৯