বালাগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৮:৫৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৮:৫৮ অপরাহ্ন
বালাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরার বাজারে এই সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
প্রধান বক্তার বক্তব্য দেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুর রব চৌধুরী ফয়সাল, ফারুক মিয়া, আব্দুল মান্নান, আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান।
সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা বলেন- বিএনপির আদর্শের প্রতি অনুগত যোগ্য ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে শিগগিরই উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, সকাল থেকে সম্মেলন স্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি হন। তবে, পুলিশের বাঁধার কারণে আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে সম্মেলনের কাজ শেষ করতে হয়েছে। সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে পুলিশের ধাওয়ায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফুজায়েল খান সাজুসহ দুই ছাত্রদল নেতা আহত হয়েছেন।
এস এ/বি এন-০৬