বালাগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৮:৫৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৮:৫৯ অপরাহ্ন
বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৭ ফেব্রুয়ারি। উপজেলা কৃষক লীগের আয়োজনে বালাগঞ্জ সদরস্থ এমএ খান অডিটরিয়ামে সকাল ১১টা এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধক সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ্ নিজাম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। সম্মেলন বক্তা- কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বক্তা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য দেবেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, কৃষক লীগের কেন্দ্রীয় সহ- অর্থ বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাসেল। সভাপতিত্ব করবেন- কৃষক লীগের বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আলাল মিয়া ও সঞ্চালনা করবেন সদস্য সচিব মো. জিল্লুল হক।
এদিকে, সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়ার সভাপতিত্বে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৯ ফেব্রুয়ারি বালাগঞ্জ বাজারস্থ হাজী ইশ্বাদ উল্যা মার্কেটে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এস এ/বি এন-০৭