গোয়াইনঘাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২২
১০:০২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২২
১০:০২ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মাহবুব আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। গত বৃহস্পতিবার বিকেলে ফতেহপুর ইউনিয়নের মুজিব কমিউনিটি সেন্টারে গোয়াইনঘাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি মাহবুব আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মাহবুব আহমদকে। এ ছাড়া কাউন্সিলে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আবদুল মতিন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়নাল আহমদ।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি'র আহ্বায়ক ওসমান গনির সভাপতিত্বে দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপি'র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. শামীম আহমদ। এছাড়াও সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এম এম/বি এন-০৯